Agnimitra paul, BJP, কেশিয়াড়িতে আহত বিজেপি কার্যকর্তাকে দেখতে তার বাড়ি গেলেন অগ্নিমিত্রা পাল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১
মে: গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে কেশিয়াড়ি মন্ডল-১ এর অন্তর্গত কলাবনীতে তৃণমূলের গুন্ডা বাহিনী ভারতীয় জনতা পার্টির তিনজন কার্যকর্তার উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় দু’জন গুরুতরভাবে আহত হয়। তারা বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, কলাবনিতে গতকাল একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বিজেপি বেশ কয়েকজন কার্যকর্তা, একই সঙ্গে ওই বিয়ে বাড়িতে গিয়েলেন তৃণমূলের বেশ কিছু কর্মী। আর সেখানেই একটি টোটোকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের মধ্যে। তারপর তা হাতাহাতিতে পরিণত হয়। ঘটনায় গুরুতর আহত হন পশ্চিম মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টির এস্টিম মোর্চার সভাপতি সনাতন মান্ডি। তাকে দেখতে দাঁতনের কার্যক্রম সেরে বুধবার তার বাড়িতে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি সবরকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, তৃণমূলের গুন্ডাবাহিনীর চোখে চোখ রেখে লড়াই করবো আমরা। যতদিন না পর্যন্ত বাংলা থেকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *