পার্থ খাঁড়া, আমাদের ভারত, পাশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজওয়ালা বিজেপি সাংসদ হেমা মালিনী সম্পর্কে যে কু- মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, কংগ্রেসের ওই মুখপাত্র বলেছেন, হেমা মালিনী আর কিছু না, এদের চাটনির জন্য বানানো হয়। কংগ্রেস মুখোপাত্রের এই উক্তিকে ভাষা সন্ত্রাস বলে উল্লেখ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী।
অগ্নিমিত্রা পাল বলেন, কয়েকদিন আগে কংগ্রেসের আরেক মুখপাত্র সুপ্রিয়াজী, কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করে কটুক্তি করে সমাজ মাধ্যমে একটি অঙ্গনার ছবি পোস্ট করে নিচে লিখেছিলেন এর রেট কত?
কঙ্গনা এবার বিজেপির প্রার্থী হয়েছে বলেই কি এভাবেই তাকে অশ্লীল ভাষায় কটাক্ষ করতে হবে? এই প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল বলেন, কঙ্গনা একটি সিনেমায় গণিকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার সেই অভিনয় নিয়ে এরকম নোংরা মন্তব্য করা কি ঠিক? অগ্নিমিত্রা পাল বলেন, একজন নারী হয়ে আর একজন নারীকে এভাবে অপমানজনক নোংরা কথা বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী কংগ্রেসের লোকজনই।