আমাদের ভারত, ৫ ডিসেম্বর: ‘গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা।’ এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কাজেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে আফগানিস্তানের পথে বাংলাদেশ? বাংলাদেশে কি তালিবান-শাসনের ছায়া দেখা যাচ্ছে? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তিতে নোবেল জয়ী ইউনুসের জমানায়?
অগ্নিমিত্রার দেওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতমাইকে ফতোয়া দিচ্ছেন। অগ্নিমিত্রা লিখেছেন, “আফগানিস্তানের নিপীড়নমূলক শাসনের অস্বস্তিকর সমান্তরাল আঁকতে বাংলাদেশে নারীদের বিরুদ্ধে একটি জঘন্য ফতোয়া ঘোষণা করা হয়েছে। আরও আতঙ্কজনক, এটি ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। গোপালগঞ্জের গোহরডাঙ্গায় কট্টরপন্থী ইসলামি বাহিনী নারীদের বাজারে প্রবেশ নিষিদ্ধ করেছে, ফতোয়া আজ বৃহস্পতিবার কার্যকর হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক একটি জেলায় এই ধরনের পশ্চাদপসরণমূলক বিধিনিষেধ আরোপ করা লজ্জাজনক এবং উদ্বেগজনক।”
অশান্তির বিরাম নেই ওপার বাংলায়। সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনা সামনে আসছে নাগাড়ে। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙ্গচুর করা হচ্ছে। একাধিক মন্দিরও ভাঙ্গচুর করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ। এই আবহে অগ্নিমিত্রার পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে।