কাজের দাবিতে কারখানায় বিক্ষোভ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর:
সোমবার শালবনি ব্লকের গোদাপিয়াশালে উড়িষ্যা বেঙ্গল সিমেন্ট কোম্পানির মূল গেটে কাজের ও ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ বিক্ষোভ দেখান জমিদাতা পরিবারগুলি এবং গ্রামবাসীরা। সিমেন্ট কারখানার মূল গেট আটকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি নেন তারা। আন্দোলনকারীদের দাবি, বাইরে থেকে লোক দিয়ে কাজ না করিয়ে স্থানীয় যুবকদের কাজের সুযোগ করে দিতে হবে। কারখানা কর্তৃপক্ষ যতক্ষণ না এ বিষয়ে লিখিত আশ্বাস দিচ্ছেন ততক্ষণ তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানায় বিক্ষোভকারীরা।

সিমেন্ট কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কপিল মুনি পান্ডে জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবি ন্যায্য। তবে আমাদের সময় হোক যাতে আমরা সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এর সমাধান সূত্র বের করতে পারি। তিনি বলেন, এই সিমেন্ট কারখানার অধীনে একটি ঠিকাদার সংস্থা বেশকিছু লক্ষ্যে কাজ দিয়েছিল তাদের মধ্যে ত্রিশ জনকে ছাঁটাই করে কাজের দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছেন। আমরা ধীরে ধীরে ওই তিরিশ জনকে কাজে নিয়ে নেব। তাছাড়া পঞ্চাশ শতাংশ স্থানীয় শ্রমিক এই কারখানায় কাজ করে। তবে বাকিদেরও আমরা কর্মসংস্থানের চেষ্টা করছি।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জানিয়েছেন, এভাবে গেট বন্ধ করে বিক্ষোভ আন্দোলন করলে যেসব শ্রমিকরা দৈনিক কাজে আছেন তারা কাজে যোগ দিতে না পারায় তাদেরই ক্ষতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *