আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ নভেম্বর: কৃষক ও চা শ্রমিকদের একাধিক দাবিদাওয়া তুলে ধরে আন্দোলনে নামল জলপাইগুড়ির সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়ন জেলা কমিটি। মঙ্গলবার সমাজপাড়া থেকে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে হাজির হলেন আন্দোলনকারীরা। বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলাশাসকের দফতরের মূল গেটে আটকে দিয়। সেখানে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে একাধিক দাবি তুলে ধরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে দিল ইউনিয়নের জেলা কমিটি।
দাবিদাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে। শ্রম কোড বাতিল, কৃষকদের ঋণ মকুব করার দাবি তোলা হয়। এ ছাড়া একশো দিনের কাজকে দুশো দিন করে মজুরি ৬০০ টাকা, চা বাগানের শ্রমিকদের আবাস ও জমির পাট্টা প্রদান, স্মার্ট মিটার বাতিল, বন্য যন্তুদের আক্রমণে কৃষকদের ফসল ক্ষতি হচ্ছে, ফসলের ন্যায্য দাম প্রদান, তিস্তার বাহাতি খাল অসমাপ্ত হয়ে আছে দ্রুত কাজ সম্পূর্ণ করে ডানহাতি খালকে সংস্কার করার দাবি তোলা হয়। সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়ন জেলা কমিটি আহ্বায়ক আশিস সরকার বলেন, “কৃষক ও চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে ধরা হল।”