আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২২ এপ্রিল: নিম্নমানের চাল দেওয়ার পাশাপাশি পচা আলু দেওয়ার অভিযোগ উঠল কাকদ্বীপের আইসিডিএস সেন্টার থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কৈলাস নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বুধবার সকাল থেকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সেখানকার সদস্যদের চাল, ডাল ও আলু দেওয়ার কাজ শুরু হয়েছিল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ চাল, ডাল, আলু দেওয়ার পর দেখা যায় বেশিরভাগ আলু পচা। পচা আলু না অস্বীকার করায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী নমিতা মাইতির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। পরে কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখার পর আলু পরিবর্তনের নির্দেশ দেয় প্রশাসন।
এ বিষয়ে কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, পুরো বিষয়টা খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সব মিলিয়ে এদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যথেষ্ট উত্তেজনা ছড়ায়।