আমাদের ভারত, হাওড়া, ২ নভেম্বর: গত অক্টোবর মাসে নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্ধোপাধ্যায়। কিন্তু একবারের জন্যও বুঝতে পারেননি করোনা ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে। আর শরীরে করোনা ভাইরাসের খোঁজ পাওয়ার পর সোজা হাসপাতাল। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফেরা। তারপর দীর্ঘদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পর বুধবার দলীয় কার্যক্রমে অংশ নিলেন বিজেপি নেতা জয় বন্ধোপাধ্যায়।
আজ বিকেলে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয় মনসাতলায় আসেন জয়। সঙ্গে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ। দলীয় সূত্রে খবর এদিন দলের কার্যকতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন জয়। পরে জয় বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেও শারীরিক দুর্বলতা থাকায় দলীয় কার্যক্রমে অংশ নিতে পারিনি। এখন একটু সুস্থ হওয়ায় আজ দলীয় অফিসে এসেছিলাম। জয় বলেন, আশা করছি ১২ তারিখের পর থেকে আবার পুরোমাত্রায় দলীয় কার্যক্রমে অংশ নিতে পারব।
প্রসঙ্গত গত ৮ অক্টোবর নবান্ন অভিযানে অংশ নেওয়ার পর জয় অসুস্থ হয়ে পড়েন। পরে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই গত ১২ অক্টোবর জয়কে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর তিনি করোনাকে জয় করে বাড়ি ফেরেন। এদিকে বাড়ি ফিরলেও জয়ের শারীরিক দূর্বলতা থাকায় তিনি বাড়িতেই বিশ্রামে ছিলেন। দীর্ঘদিন বাড়িতে থাকার পর অবশেষে বুধবার তিনি দলীয় কার্যক্রমে অংশ নিলেন।