“এরপর পাড়ার চায়ের দোকানেও চাকরি সংক্রান্ত নথি পাওয়া যাবে,” চুড়ান্ত কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১১ মার্চ: এরপর দেখা যাবে পাড়ার চায়ের দোকানেও পাওয়া যাচ্ছে চাকরি সংক্রান্ত নথি। তৃণমূল নেতা শান্তনু বন্দোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আরো আগেই গ্রেফতার হলে ভালো হতো। এর মধ্যেই হয়তো অনেক নথি ও টাকা পাচার করে দিয়েছেন। সংবাদ মাধ্যম থেকে জেনেছি ওর বাড়ি থেকে নাকি চাকরি সংক্রান্ত অনেক নথি পাওয়া গেছে। “সুকান্ত মজুমদার আরও বলেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ দুর্নীতিকে তৃণমূল সরকার যে পর্যায়ে নিয়ে গেছে তা অকল্পনীয়। এরপর দেখা যাবে পাড়ার চায়ের দোকানেও পাওয়া যাচ্ছে চাকরি সংক্রান্ত নথি।

হুগলির বলাগড়ে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। সেই সময় তার বাড়ি থেকে চাকরি প্রার্থীদের নাম, অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র পাওয়া গিয়েছিল। তার বাড়িতে কিভাবে এইসব নথি এসেছিল? দুর্নীতি কাণ্ডে ধৃত কুনাল ঘোষের সঙ্গেই বা তার কি সম্পর্ক সে সবই তার কাছে জানতে চেয়েছিল কিন্তু সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি তৃণমূল নেতা।

এর আগে আরো সাতবার তলব করা হয়েছিল কুন্তল ঘনিষ্ঠ তথা হুগলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এই শান্তনুর সঙ্গে কুন্তলের একাধিক আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গেছে। নিয়োগ দুর্নীতি কান্ডে অন্যতম অভিযুক্ত তাপস মন্ডলের সঙ্গে নাকি কুন্তলের পরিচয় করিয়ে দিয়েছিলেন এই শান্তনু। ইডির তরফে দাবি করা হয়েছে, শান্তনু ঠিক করতেন কত টাকায় স্কুলে চাকরি বিক্রি করা হবে।

তাকে তার ব্যাঙ্ক থেকে হওয়া একাধিক মোটা টাকার লেনদেন নিয়ে প্রশ্ন করেন গোয়েন্দারা, কোনটার সদুত্তর দিতে পারেননি এই তৃণমূল নেতা। এক টলি অভিনেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন ইডি আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *