আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ নভেম্বর: মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসে ঘোষণা করেন বিগত কয়েক বছর ধরে বড়মার কাছে মানুষের ঢল এমন ভাবে নামছে পুজো দেওয়ার জন্য তাতে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই কারণে বড় মায়ের মন্দিরে একটি ফাঁড়ির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে ২৪ ঘন্টার মধ্যেই বড় মায়ের মন্দির চত্বরে উদ্বোধন হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে নৈহাটি থানার অধীনে বড়মা পুলিশ ফাঁড়ি।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজুরিয়া, উপনগর পাল (উত্তর) গণেশ বিশ্বাস, অতিরিক্ত নগরপাল (নৈহাটি) পার্থ রঞ্জন মন্ডল, নৈহাটি পৌরসভার পৌর প্রধান তথা বড়মা পূজা কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়, সম্পাদক তাপস ভট্টাচার্য, নৈহাটির বিধায়ক সনদ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।