Sukanta, Modi, উন্নয়নই লক্ষ্য! মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব সুকান্তর

আমাদের ভারত, ২৪ জুলাই: বহুবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে অনেক শিবির থেকে প্রস্তাব এসেছে। বিজেপির ভিতরেও এই দাবি উঠেছে বলে কানাঘুষো শোনা গেছে। তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলে বারবার জানিয়েছে পদ্ম শিবির। কিন্তু এবার রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার এই নিয়ে একটি প্রস্তাবও তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। এতে উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়ন হবে বলে ধারণা তাঁর।

মোদীর কাছে দেওয়া প্রস্তাবে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির অনেক মিল। ফলে উত্তর পূর্বের সঙ্গেই রাজ্যের উত্তর অংশে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলে লিখেছেন সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে জল্পনা। তবে তার আগেই বুধবার মোদীর সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক হয়। সেখানে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোদীর সঙ্গে কথা বলেছেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গ সংক্রান্ত প্রস্তাবও জমা দিয়েছেন।

সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গের উন্নয়ন এতদিন ঠিকভাবে হয়নি বলেই বারংবার বিভিন্ন দাবি ওঠে। এখন প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ হয়েছে। ফলে উত্তরবঙ্গকে নতুন মর্যাদা দিলে উন্নয়নে গতি আসবে। সুকান্ত মজুমদারের এও দাবি যে, এর ফলে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না। কারণ আদতে রাজ্যেরই উন্নতি হবে।

সুকান্ত শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। এই মন্ত্রকের পূর্ণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে মোদীর কাছে প্রস্তাব নিয়ে একা সুকান্তই গিয়েছিলেন। এর থেকে স্পষ্ট নিজের দপ্তরের কাজের মধ্যে নিজের এলাকার উন্নয়নের উদ্যোগ নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি সুকান্ত মজুমদার। এই উদ্যোগের ফলে তাঁর লোকসভা এলাকা বালুরঘাট যা উত্তরবঙ্গেই পড়ে, সেখানে কাজ হবে। তার মন্ত্রকের অধীনে উত্তরবঙ্গকে আনতে পারলে নিজের এলাকার উন্নয়নের কাজ আরো ভালো ভাবে করতে পারবেন সুকান্ত মজুমদার বলেন মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *