পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬
মে: দিন কয়েকের তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ, বেলা গড়াতে না গড়াতে রাস্তাঘাটে তেমনভাবে চোখে পড়ছিল না সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হলো বৃষ্টি। বিদ্যুতের ঝলকানি সঙ্গে টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে আমজনতা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, দাসপুর সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে শুরু হয় বৃষ্টি।
অন্যদিকে ঝাড়গ্রামে সোমবার সন্ধ্যায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি শুরু হয়। তীব্র গরমে হাঁসফাঁস করছিল ঝাড়গ্রামবাসী। তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল। তীব্র দাবদাহের কারণে সকাল ১১টার পর রাস্তায় যেমন মানুষজনের দেখা মিলছিল না। বৃষ্টি শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল ঝাড়গ্রামবাসী।