সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ডিসেম্বর: অশোকনগরের পর এবার আশপাশের গ্রাম গুলিতেও তেল ও গ্যাসের খোঁজ চালাচ্ছে ওএনজিসি। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অশোকনগর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে বাইগাছি এলাকায় প্রাকৃতিক তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে বছর তিনেক আগেই। সরেজমিনে আসেন কেন্দ্রীয় পেট্রোলয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি সবুজ সংকেত দেওয়ায় এবারে অশোকনগরের আশপাশ এলাকায় শুরু হয়েছে তেল ও গ্যাসের খোঁজ।
অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ওএনজিসির তরফ থেকে এতদিন পরীক্ষা-নিরীক্ষা চলছিল। ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবুজ সংকেত দেওয়ার পর সোমবার সকাল থেকে জোর কদমে কাজ শুরু হয়। গত ২০ ডিসেম্বর তার শুভ সূচনা হয়। এরপর থেকে অশোকনগরের পশ্ববর্তী এলাকা হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙ্গা, গাইঘাটা, ঠাকুরনগর এলাকায় ওএনজিসির পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে দেওয়া হয়েছে। প্রতেক এলাকার অলিগলিতে তার ও বিভিন্ন যন্ত্র মাটিতে পুঁতে পরীক্ষার কাজ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা, বরুণ কুমার অধিকারী ও লিপিকা মিত্র বলেন, যদি আমাদের এলাকায় তেল পাওয়া যায় তাহলে এটা খুশির খবর। এর ফলে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা মজবুত হবে। এলাকায় দোকানপাট ভালো চলবে এবং এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাবে। ইতিহাসের পাতায় অশোকনগর সহ তার পার্শ্ববর্তী এলাকার নাম থাকবে।