আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ নভেম্বর : আবার আক্রান্ত সংবাদ মাধ্যম। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হাতে এবার আক্রান্ত হলেন একাধিক সংবাদ মাধ্যমকর্মী। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার মাধাখালিতে সাংবাদিক নিগ্রহের এই ঘটনা ঘটেছে রবিবার বিকেলে।
দলীয় কর্মী গোকুল জানা খুনের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ছিল মাধাখালি থেকে উদবাদাল পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পথে ভারতী ঘোষের কনভয় আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এরপরই তৃণমূল কর্মীদের উপর ও তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে হামলা চালায় উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি ক্যামেরাবন্দি করতে গেলেই বিজেপি কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে সংবাদমাধ্যমের কর্মীদের উপর। কয়েকজন সাংবাদিক কে বাঁশ দিয়ে মাথায়, ঘাড়ে, পায়ে বেধড়ক মারধর করা হয়। আহতদের মধ্যে সাংবাদিক রাজকুমার ভুঁই এর আঘাত গুরুতর। চিকিৎসার জন্য তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার হেলমেট ও মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।
একসময় শাসক দল সিপিএম এর হাতে বহু সংবাদ মাধ্যম কর্মী আক্রান্ত হয়েছেন বহুবছর। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনাও নতুন নয়। সামনে বিধানসভা ভোট। তার আগে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপির হাতে সংবাদকর্মীদের আক্রান্ত হওয়ার এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। সাংবাদিক আক্রান্ত হওয়ার এই পরম্পরার পরিবর্তন কবে হবে বাংলায় ?
নিজেদের বাঁচাতে সঙ্ঘবদ্ধ হচ্ছে সংবাদমাধ্যম কর্মীরাও। কর্পোরেট হাউসের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আজ ভারতী ঘোষ তথা বিজেপির ঘোষিত কর্মসূচি কভার করেননি উপস্থিত কোনও সাংবাদিক। সাংবাদিক আক্রান্ত হলে প্রতিবাদ হোক এভাবেই রাজ্য জুড়ে, চাইছেন পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিকরা।