পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ মে: বৃহস্পতিবার সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে।
জানা গিয়েছে, এদিন সকালে ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের কুসুমঘাঁটি বিটের গোবিন্দপুর গ্রামের জমিতে একটি হাতিকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। সামনে গিয়ে দেখে হাতিটি মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং হাতিটির মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে রয়েছে। বনদপ্তরকে জানানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। কি কারণে হাতির মৃত্যু তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার গোবিন্দপুর এলাকায় ১২টি হাতির একটি দল ছিল। মৃত হাতিটি ওই দলের সদস্য বলে অনুমান করা হচ্ছে।