পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলি জেলার সর্বত্র পৌঁছে দিতে শুক্রবার জেলা প্রশাসনিক দপ্তরে বিভিন্ন আধিকারিক ও জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি পর্যন্ত সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক।
এদিনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে জেলাশাসক বিভিন্ন দপ্তরের আধিকারিক, জেলার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও কর্মাধ্যক্ষ, বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক সুজয় হাজরা, হুমায়ুন কবির সহ অন্যান্য বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতিদের কাছে সরকারি প্রকল্পগুলির যথাযথ রূপায়নের দিকে নজর রাখতে আবেদন জানান। বৈঠকে জেলা পরিষদের দ্বারা কিভাবে উন্নয়নের কাজে টাকা খরচ করা হবে, বিধায়ক তহবিলের টাকা কোন কোন খাতে কিভাবে খরচ করবেন সেই বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জেলাশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নে প্রতিটি জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে হবে সরকারি অর্থের সঠিক ব্যবহার করে।