পরিকল্পনা বিহীন ভাবে তপনে দিঘি সংস্কার! নিম্নমানের সামগ্রী দিয়ে বাউন্ডারি ওয়াল তৈরির অভিযোগে কাজ বন্ধ করলো প্রশাসন

আমাদের ভারত, বালুরঘাট, ২০ ফেব্রুয়ারি: তপন দিঘির বাউন্ডারি ওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের সত্যতা যাচাই করে কাজ বন্ধ করল প্রশাসন। চলছে পরিকল্পনাবিহীন ভাবে কাজও। খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝাঁ’কে সঙ্গে নিয়ে তপন দিঘির বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার সাথে বৈঠক করে খতিয়ে দেখেন অভিযোগ ওঠা ইঁট, বালি, সিমেন্ট ও রডের গুণগত মান। একই সাথে এদিন আলোচনায় উঠে আসে পরিকল্পনাহীন ভাবে কাজ করার প্রসঙ্গও। সীমানা প্রাচীর তৈরী হলে বর্ষায় জলে ডুববে এলাকা এদিন হাতের কাছে প্রশাসনিক আধিকারিকদের পেয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন বাসিন্দারা। আর যার পরেই সমস্ত দিক বিচার করে আগামী শনিবার পর্যন্ত কাজ স্থগিত রাখার নির্দেশ দেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।

প্রায় দুহাজার বছরের প্রাচীন তপন দিঘি নতুন ভাবে সাজিয়ে তুলতে সংস্কারে উদ্যোগী হয় রাজ্য সরকার। রাজ্য মৎস্য দপ্তরের বরাদ্দকৃত প্রায় ৩৭ কোটি টাকা ব্যায়ে ৮৩ একর জায়গায় অবস্থিত ওই দিঘি সংস্কারের দায়িত্ব দেওয়া হয় মেদিনীপুরের এক ঠিকাদার সংস্থাকে। বাসিন্দাদের অভিযোগ, সরকারি ওই প্রকল্পের কোনও শিডিউল না টাঙ্গিয়ে কাজ করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে অতি নিম্ন মানের ইট ও সাদা বালি। শুধু তাই নয়, দুর্বল সিমেন্টের পাশাপাশি ভঙ্গুর লোহার রড ব্যবহার করেই চলছে সীমান প্রাচীর তৈরির কাজ। সরকারি কাজে লাল বালি ব্যবহার বাধ্যতামূলক হলেও এখানে কোনও নিয়ম মানা হচ্ছে না বলেও অভিযোগ বাসিন্দাদের। চলতি সপ্তাহের শুরুতেই বাসিন্দাদের এমন অভিযোগের খবর আমাদের সংবাদমাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। যার পরেই এদিন তড়িঘড়ি এলাকা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা সহ অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝাঁ, যেখানে উপস্থিত ছিলেন তপনের বিডিও ছোগেল মোক্তান তামাং, তপন থানার ওসি সৎকার সাংবো প্রমুখ।

ঠিকাদার সংস্থার সাথে প্রশাসনের এদিনের বৈঠকে উঠে আসে কাজের সিডিউল সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে শুধু বাসিন্দারাই নন, অন্ধকারে রয়েছেন খোদ বিডিও।বাউন্ডারি ওয়াল নির্মাণে ১০ এমএম রড ব্যবহারের নির্দেশ থাকলেও সেখানে ৮ ও ৬ এমএম রড ব্যবহার করেই চলছিল দেদার কাজ। শুধু তাই নয়, এদিনের পরিদর্শনে উঠে আসে পরিকল্পনাবিহীন ভাবে এলাকায় বাউন্ডারি ওয়াল নির্মাণের ঘটনাও। আর যার পরেই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। একই সাথে এদিনের বৈঠক থেকেই পূর্বে ব্যবহৃত সিমেন্ট, বালি এবং ইট বদলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যথেষ্টই রয়েছে। নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। আপাতত স্থগিত থাকবে কাজ।

এলাকার বাসিন্দা কল্যাণ দাস জানিয়েছেন, পরিকল্পনাহীন ভাবে তৈরি করা হচ্ছিল তপন দিঘির বাউন্ডারি ওয়াল। যা তৈরি হলে এলাকার মানুষ জলে ডুবে যাবে। কেননা জল বের করার কোন পথ নেই এখানে।

অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝাঁ জানিয়েছেন, নিজেদের ভুল শুধরে নেওয়ার কথা জানিয়েছেন নির্দিষ্ট ঠিকাদার সংস্থা। আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। নিয়ম মেনেই কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *