রাজেন রায়, কলকাতা, ২২ জানুয়ারি: একদিকে যেমন তৃণমূলের নামী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, ঠিক তখনই তৃণমূলে যোগদান করলেন যুব আইকন অভিনেতা সৌরভ দাস। বিভিন্ন বাংলা ওয়েব সিরিজ, ধারাবাহিক এবং সিনেমায় ভালো অভিনয় করার দরুণ সৌরভ টলিউডে ইতিমধ্যেই বেশ পরিচিত এবং নামী মুখ।বৃহস্পতিবার জন্মদিনেই অভিনেতা সৌরভ দাসের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সেই জল্পনাকে সত্যি করেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা। তৃণমূলের বিধানসভা নির্বাচনী ককপিটে এবার ক্যারিয়ারের মধ্যগগনে থাকা ‘মন্টু পাইলট।’
কিছুদিন ধরেই গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি মিলে মিশে একাকার। একুশের বিধানসভা নির্বাচনে তারকাদের মুখ যে কিছুটা হলেও তৃণমূলের নম্বর বাড়াবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বহু নেতামন্ত্রীদের দলবদলের হিরিকের মাঝেই এটা তৃণমূলের তরফে যে নতুন চমক, তা বলাই বাহুল্য।
কিন্তু আচমকা কেন অভিনয় থেকে রাজনীতিতে পথ পরিবর্তন? সৌরভ দাস বলেন, “রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করতে। কীসের জন্য আজকে এখানে বসে আছি, আমার কাছে তা পরিষ্কার। ছোটবেলা থেকেই ভাবতাম, মানুষের পাশে দাঁড়াব। সবসময় মানুষের ভাল করার চেষ্টা করতাম। সেটা অবশ্য বাবার কাছ থেকেই শেখা। কখনও ভাবিনি এমন একজন মানুষের হাত আমার মাথায় পাব। মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের সকলের কাছেই একজন অনুপ্রেরণা। এটা সবাই জানে। আজকে সেই মানুষটা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অনেকে আমার কথা ভেবেছেন, আমি এর জন্য তৃণমূলের কাছে কৃতজ্ঞ।”