নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জানুয়ারি:
তৃণমূল পন্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ এবার যোগদান করছেন বিজেপিতে? গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিজুড়ে চলছে এই গুঞ্জন। আর এই গুঞ্জন আরও বেড়েছে বিশিষ্ট তৃণমূল পন্থী এই অভিনেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। বিজেপি সূত্রের খবর, খুব শীঘ্রই বিজেপির এই কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীল ঘোষ আগে ছিলেন বামপন্থী। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শাসক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জায়গা করে নিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। শাসক দলে ভাটা আসতেই রুদ্রনীল ঘোষ বিজেপি নেতাদের কাছাকাছি যাচ্ছেন। এমনকি বিজেপি নেতার সঙ্গেও একটি বৈঠক করেছেন।
আর এই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই রুদ্রনীল ঘোষের দল পরিবর্তন নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে বিজেপি সূত্রের খবর।