Acid attack, Kankinara, কাঁকিনাড়ায় গৃহবধূর উপর অ্যাসিড হামলা, গ্রেপ্তার স্বামী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুন: অ্যাসিড হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়ার কাটাডাঙ্গা এলাকায়। শনিবার রাতে বিবাহ বিচ্ছিনা স্ত্রীর মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারার অভিযোগ উঠলো তার স্বামীর বিরুদ্ধে।

সূত্রের খবর, গত এক বছর ধরে কাঁকিনাড়ার নারায়ণপুর এলাকার বাসিন্দা এক গৃহবধূর সাথে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তার স্বামী রাজা রায়ের। আক্রান্ত স্ত্রীর অভিযোগ বিবাহ বিচ্ছেদ মামলা চলাকালীন স্বামী রাজা রায় বেশ কয়েক মাস ধরে তাকে উত্তপ্ত করছিল। শনিবার রাতে তিনি কাজ থেকে ফেরার পথে কাকিনাড়া রেলস্টেশনের কাছে তার স্বামী রাজা তাকে এসিড ব্লাব ছোড়ে বলে অভিযোগ। আশঙ্কা জনক অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিন আক্রান্ত গৃহবধূ দাবি করেন যে, তার স্বামী তার নামে থাকা জমি তার সন্তানের নামে করতে রাজি হচ্ছিল না তার পরিবর্তে অভিযুক্ত রাজা রায় তার স্ত্রীর নাম সরিয়ে দেওয়ার দাবি করেছিল বরং নিজে জমি আত্মসাৎ করতে চাইছিল। সেটা মানতে না চাওয়ায় তার ওপর অ্যাসিড হামলা করা হয়েছে।

এই ঘটনার পর গৃহবধূর স্বামী রাজা রায়কে প্রথমে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। রবিবার তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *