গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে, আটক শাশুড়ি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৩০ জুলাই: সাংসারিক অশান্তির জেরে গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শিমুলতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, গৃহবধূর নাম পিয়ালী সাধু বণিক। অভিযোগ, স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাঁকে খুন করে ঘরের ফ্যানে সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মৃত গৃহবধূর শাশুড়িকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, পাঁচ মাস আগে বনগাঁ থানার গোবরাপুর এলাকার বাসিন্দা পিয়ালী সাধুর সঙ্গে সামাজিক মতে বিয়ে করেন শিমুলতলার বাসিন্দা দেবব্রত বণিক। বিয়ের দুই মাস পর থেকে বিভিন্ন করণে অশান্তি করত দেবব্রত ও তার মা। পিয়ালী একটু চাপা সভাবের মেয়ে। তাই শ্বশুর বাড়ির অশান্তি তার পরিবারকে জানাতেন না। এদিন রাতে দেবব্রত ও তার মায়ের সঙ্গে অশান্তি চরমে ওঠে। এরপরই খাওয়ার টেবিলে তাকে শ্বাসরোধ করে খুন করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এমনই অভিযোগ পিয়ালীর পরিবারের।

অভিযুক্তদের ফাঁসির দাবি তুলে পিয়ালীর বাবা প্রণব সাধু বলেন, শনিবার সন্ধ্যায় পিয়ালী তার মায়ের সঙ্গে শেষ কথা বলে। কথা ছিল রাতে কাজ সেরে ফের মাকে ফোন করবে। কিন্তু সেই ফোন এলো রবিবার সকাল আটটা নাগাদ। জামাই দেবব্রত ফোন করে জানায় পিয়ালীর শরীর খারাপ, আপনারা আমাদের বাড়িতে আসেন। অসুস্থ মেয়েকে দেখতে এসে দেখেন, ঘরের খাবারের টেবিলের সামনের চেয়ারে মেয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি চেয়ারে বসে আছে। এরপর বনগাঁ থানায় অভিযোগ জানালে দেবব্রতর মাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *