বাড়ি বাড়ি পুরসভার পানীয় জলের সংযোগেও কাটমানি আদায়ের অভিযোগ বালুরঘাটে, বিক্ষোভ বাসিন্দাদের

আমাদের ভারত, বালুরঘাট, ২ মার্চ: বালুরঘাটে বাড়ি বাড়ি পুরসভার পানীয় জলের সংযোগ দেবার নামে কাটমানি আদায়ের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সোমবার শহরের ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ তারণচন্দ্র স্কুল পাড়ার এমন ঘটনায় শোরগোল। বাসিন্দাদের অভিযোগ, একদিকে পি.এইচ.ই’র জল সরবরাহ বন্ধ, তার উপর পানীয় জলের সংযোগ দিতে টাকা নিচ্ছে ঠিকাদার সংস্থা। এদিন সংবাদ মাধ্যমের সামনে পুরসভায় জমা দেওয়া আবেদনের স্লিপ দেখিয়ে বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

বালুরঘাট শহর জুড়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পুরসভার উদ্যোগের পরেও এখনো অধিকাংশ বাড়িতেই নেই জলের সংযোগ। সম্প্রতি আবেদনের ভিত্তিতে বিনে পয়সায় বাসিন্দাদের জল সংযোগ দেওয়ার কথা ঘোষণা করে বর্তমান প্রশাসন বোর্ড পরিচালিত পুরসভা কর্তৃপক্ষ। অভিযোগ, পুরভোটকে সামনে রেখে তড়িঘড়ি এই সংযোগে মাঠে নামতেই শুরু হয়েছে কাটমানি তোলা। আবেদন করা ব্যক্তিদের বাড়িতে জল সংযোগ দিতেই ওই টাকা দাবি করছে কাজে নিযুক্ত কর্মীরা বলে অভিযোগ। কারও কাছ থেকে ৩০০ আবার কারো কাছ থেকে ৫০০ টাকাও দাবি করছে কাজে নিযুক্ত ওই কর্মীরা বলে অভিযোগ। যে ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন উপভোক্তারা।

অরুপ কর্মকার, কাবেরী সেনগুপ্ত ও পারিজাত গোস্বামীরা জানিয়েছেন, তাঁদের বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে টাকা দাবি করছে ওই কর্মীরা। টাকা না দেওয়াতেই এলাকা ছেড়ে চলে গিয়েছে তারা। পুরসভাতে আবেদন করেও তাঁদের কেন টাকা দিতে হবে? ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রত্যেকেই।

বালুরঘাট সদর মহকুমা শাসক তথা পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিশ্বরঞ্জন মুখার্জি জানিয়েছেন, জল সংযোগ দিতে কোনও টাকা নেওয়ার কথা নয়। এব্যাপারে এখনো কোন অভিযোগ পাননি। মিষ্টি খাওয়ার নামেও টাকা নিলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *