পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ১৬ নম্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের দিক থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় দুটি প্রাইভেট কারের সংঘর্ষে আহত এক শিশু-সহ চার জন।
জানাগেছে, কাঁথির দিক থেকে একটি প্রাইভেট গাড়ি খড়্গপুরে যাচ্ছিল এবং নারায়ণগড় বাইপাস থেকে একটি মারুতি ভ্যান মেদিনীপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই পেছনের প্রাইভেট গাড়িটি মারুতি ভ্যানের পেছনে ধাক্কা মেরে উল্টে যায় ডিভাইডারের মাঝে। ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। মারুতি ভ্যানের চালক গুরুতর আহত হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।