স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ডিসেম্বর: ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র নদিয়ার চাকদহ। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দিল বাসে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে নদিয়ার চাকদহ থানার উত্তর পাঁচপতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় আতাব মন্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। বাজার থেকে কাজ শেষে উত্তর পাঁচপোতায় নিজের বাড়ি ফেরার সময় নবদ্বীপ বারাসাত রুটের একটি বাস বেপরোয়া গতিতে এসে আতাব মন্ডলের বাইকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।এর পরই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে একটি লড়িতে ভাঙ্গচুর চালানোর পাশাপাশি বাসে আগুন লাগিয়ে দেয় ও পথ অবরোধ করে। পরে চাকদহ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে চাকদহ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।