স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ নভেম্বর: রবিবার সকালে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাইক চালক দীপাংশু বিশ্বাস।
সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ কোতোয়ালি থানার দেপাড়া এলাকায় কৃষ্ণনগর- নবদ্বীপ রাজ্য সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণনগর গামী দুই বাইক আরোহীকে ধাক্কা দিলে, বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন চালক সহ আরোহী। পরে স্থানীরাই ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী সবুর আলী বিশ্বাস (৩৭) কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় গুরুতর আহত বাইক চালক বাদকুল্লার গাংনী এলাকার বাসিন্দা দীপাংশু বিশ্বাসের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রের খবর।
অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় লরিটিকে আটক করে। যদিও চালক পলাতক বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ কোতোয়ালি থানার উসিতপুরের নিজামপুর গ্রামের বাসিন্দা, পেশায় নির্মাণ শ্রমিক সবুর আলী বিশ্বাস দীপাংশু বিশ্বাসের মোটর বাইকে চেপে কৃষ্ণনগরের দিকে নির্মাণ কাজে যাচ্ছিলেন। সেই সময় দেপাড়ার কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সকুর আলীর মৃত্যু হয়। ইতিমধ্যেই লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আইসি রক্তিম চট্টোপাধ্যয়।