বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত এলাকা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি: এবিভিপি ও টিএমসিপি দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বাজকুল কলেজ। ভাঙ্গচুর, বোমাবাজি, মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা থমথমে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যে বোমাবাজি মারধরের অভিযোগ একেঅপরের বিরুদ্ধে। ভাঙ্গচুর করা হয় একাধিক গাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক মোটরসাইকেলে। এই ঘটনায় উত্তপ্ত গোটা বাজকুল এলাকা।

এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ, কলেজের ভিতরে এবিভিপির দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই নিয়ে শুরু হয় বচসা তারপর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের পাল্টা দাবি, এবিভিপি ছাত্রসংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে তাদের জানা নেই। পাশাপাশি ছাত্র পরিষদ পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে মীরজাফর আখ্যা দিয়ে বলা হয় যে, নতুন ও পুরাতন বিজেপি কর্মীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।

গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায়। ঘটনার প্রতিবাদে টিএমসিপি ছাত্র-ছাত্রীরা দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *