শিক্ষাক্ষেত্রে সমস্ত রকম ফি মুকুবের দাবিতে রাজ্যপালের কাছে এবিভিপি

আমাদের ভারত, ৩ জুন: করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে আর্থিক পরিস্থিতি সামলে উঠতে পারেনি মানুষ। তার উপর আবার আমফানের ধ্বংস লীলা চলেছে রাজ্যে। সার্বিক ভাবে রাজ্যের বড় অংশের মানুষ অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে সমস্ত রকম ফি মুকুব সহ ১২ দফা দাবি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিল ছাত্র সংগঠন এভিবিপি।

গেরুয়া ছাত্র সংগঠনের তরফে এক বছরের জন্য হোস্টেল ফি মুকুবের দাবিও করা হয়েছে। এছাড়াও
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডমিশন ফি ও টিউশন ফি কমানো, ছাত্রছাত্রীদের বৃত্তি ও স্কলারশিপের টাকা শীঘ্রই দিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সমস্ত পরীক্ষক, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সু-স্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়ার দাবি করা হয়েছে ছাত্র সংগঠনের তরফে।
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত স্যানিটাইজ করা সহ মাস্ক হ্যান্ড গ্লাভস দেওয়ার ব্যবস্থা করার দাবি করা হয়েছে।

ইউজিসির গাইড লাইন মেনে সঠিক মূল্যায়ন করে ফাইনাল ইয়ারের ছাত্রদের পরবর্তী স্তরে উত্তীর্ণ করার কথাও তারা বলেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্ব-উদ্যোগে প্লেসমেন্ট কাউন্সিলিংয়ের দাবি জানিয়েছে এবিভিপি। পিএইচডি এবং এমফিল ছাত্রদের জন্য সময়সীমা বাড়ানোর দাবি করা হয়েছে।

যোগা সহ সমসাময়িক শিক্ষাদানে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা পালনের কথা বলা হয়েছে রাজ্যপালকে দেওয়া স্মারক লিপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *