আমাদের ভারত, মেদিনীপুর, ২১ নভেম্বর: কয়েকদিন ধরে এবিভিপি ও টিএমসিপি ছাত্রসংগঠনের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজ। তারপর থেকে তৃণমূল ও বিজেপি দলের একের পর এক আন্দোলনে শিকেয় উঠেছিল কলেজের পঠন-পাঠন।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বুধবার সন্ধ্যেয় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় এবং মারধর করে। এরপর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বেলদা থানায়। বুধবার সন্ধ্যের ওই ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকার তৃণমূল নেতৃত্ব এদিন বেলদা কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। কলেজে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।