Abhishek, women, নারী নির্যাতনের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ফের প্রতিক্রিয়া অভিষেকের

আমাদের ভারত, ২২ আগস্ট: আর জি কর কাণ্ডে দলের অন্দরে অন্তর্ঘাতের ইঙ্গিত মিলেছে আগেই। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সক্রিয় ভূমিকায় নেই, প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্বই। সেই আবহেই আর জি করের ঘটনা এবং দেশের সর্বত্র নারী নির্যাতনের ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্য সরকাকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করলেন তিনি।

বৃহস্পতিবার নারী নির্যাতনের ঘটনা নিয়ে ফের
সামাজিক মাধ্যমে সকলের নজর কাড়লেন অভিষেক। তিনি লেখেন, ‘গত ১০ দিনেরও বেশি সময় ধরে গোটা দেশ যখন আর জি করের ঘটনায় প্রতিবাদে নেমেছে, ন্যায় বিচার চাইছেন, সেই সময়ই দেশের বিভিন্ন প্রান্তে ৯০০ ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে যখন রাস্তায় প্রতিবাদে শামিল সাধারণ মানুষ, সেই সময়ই একের পর এক ঘটনা ঘটে গিয়েছে’।

এত আন্দোলন, প্রতিবাদের পরও স্থায়ী সমাধানের রাস্তা বেরল না বলেও মন্তব্য করে তিনি লেখেন, ‘দুঃখের বিষয়, স্থায়ী সমাধান বের করতে কোনও কথাই হচ্ছে না। রোজ ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে, প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি। এমন পরিস্থিতিতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ অত্যন্ত জরুরি। ফাঁপা প্রতিশ্রুতি নয়, ৫০ দিনের মধ্যে বিচার ও কঠোর সাজার মতো আইনের প্রয়োজন রয়েছে’।

তাঁর বক্তব্য, ‘রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এক্ষেত্রে শিথিলতা হলে নেহাতই প্রতীকী এবং অকার্যকর হয়ে রয়ে যাবে সব। জেগে ওঠো ভারত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *