“মুখে জাতীয়তাবাদ আর দেশপ্রেম, মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত”, ডুমুরজলার ঘটনা নিয়ে টুইট আক্রমণ অভিষেকের

রাজেন রায়, কলকাতা, ৩১ ডিসেম্বর: হাওড়ার ডুমুরজলায় বিজেপির মেগা সভা থেকে জনতাকে চাঙ্গা করতে ‘চলুন পাল্টাই’ বলে স্লোগান তুলেছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চেই ভুল জাতীয় সঙ্গীত পরিবেশনের অভিযোগ নিয়ে টুইটারে সরব হয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সাংসদের কথায়, বিজেপি নেতারা মুখে জাতীয়তাবাদ আর দেশপ্রেম নিয়ে বড় বড় কথা বলে। অথচ নির্ভুলভাবে জাতীয় সঙ্গীতই গাইতে পারেন না।

রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির মেগা সভায় হেভিওয়েট নেতা ও মন্ত্রী ছিলেন। হাজির ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং দেবশ্রী চৌধুরী। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের অন্যতম সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, জাতীয় সহ সভাপতি মুকুল রায়। শুভেন্দু অধিকারীর মতো নেতারা। সেখানেই ভুল জাতীয় সঙ্গীত গাওয়া হল৷

বিজেপি নেতা-নেত্রীদের গাওয়া সেই জাতীয় সঙ্গীতের ভিডিওটি পোস্ট করে ভুল জায়গাটি ধরিয়ে দেন অভিষেক। যেখানে গানের শেষভাগে ‘জনগণ মঙ্গলদায়ক…’র পরিবর্তে ‘জনগণমন অধিনায়ক’ শব্দগুলি ভেসে আসে। ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানান অভিষেক। লেখেন, “যাঁরা জাতীয়তাবাদ আর দেশপ্রেম নিয়ে কথা বলেন, তাঁরা আমাদের দেশের জাতীয় সঙ্গীতটাও সঠিকভাবে গাইতে পারেন না। এই দলই আবার দেশকে গর্বিত করার কথা বলে। এই ‘দেশবিরোধী’ কাজের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?”

প্রসঙ্গত, এত হেভিওয়েট নেতার উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যাঁরা মাইকে জাতীয় সঙ্গীত গেয়েছেন, বিজেপির তরফে যাঁদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বিজেপি নেতাদের দাবি, কিছু ভুল সঙ্গীত গাওয়া হয়নি। তৃণমূল নেতারা বরং জাতীয় সঙ্গীতের পঙক্তিগুলো একবার ঝালিয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *