পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: আজ ঝাড়গ্রামের রাজ কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নেমে পাশের একটি রিসর্টে বৈঠকে বসেন তিনি। লোকসভার যে নির্বাচন কমিটি আছে তাদের নিয়ে বৈঠক করেন তিনি।
আগামী লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল কী হবে সেটাই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মিটিং চত্বর। ছিলেন চারজন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত, দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদা, দুলাল মুর্মু, প্রার্থী কালি পদ সরেন সহ নেতা কর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।