মুর্শিদাবাদের আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ অধীর চৌধুরীর

নীল বনিক, আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: মুর্শিদাবাদের আন্দোলনকারীদের সুস্থ শরীর অসুস্থ না করার পরামর্শ দিলেন অধীর চৌধুরী। তিনি বলেন, কয়েকটা রেলস্টেশন জ্বালালে সমস্যার সমাধান হবে না। তাই আন্দোলনকারীদের শান্ত হতে শনিবার দিল্লিতে নিজের বাসভবনে পরামর্শ দিলেন লোকসভার বিরোধী দলনেতা।

তিনি বলেন, এদিন সকালে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ট্রেনে আগুন লাগানো হয়েছে। যা কাম্য ছিল না। আমরা বিজেপির নাগরিক আইনের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়াই করবো। আইনগত ভাবে এই লড়াই আমাদের চলবে। তাই আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন করছি। আপনারা এমন জঙ্গি আন্দোলন করলে আদতে দেশে বিজেপির হাত শক্ত হবে। বিজেপি যা চাইছে সেই ফাঁদে গত দুদিন আন্দোলনকারীরা পা দিয়েছে বলে জানান বহরমপুরের সাংসদ। তারপরেই অধীর চৌধুরীর বলেন, একজন সংখ্যালঘু মানুষকেও দেশের বাইরে যেতে হবে না। আমরা সবাই মিলে দেশ গড়বো। তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার সকল সংখ্যালঘু মানুষকেও এদিন নাগরিক পঞ্জি নিয়ে আশ্বস্ত করেন অধীর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *