Sukanta, BJP, অভয়ার বিচার চাই! মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে লাগাতার কর্মসূচি নিয়ে পথ নামছে বিজেপি, জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৫ আগস্ট: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য। ১৪ আগস্ট শান্তিপূর্ণ মিছিলের মধ্যে হামলা চলেছে হাসপাতালে। এই নিয়ে এবার আন্দোলনে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে একটানা আন্দোলন চালাবে বলে ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন তারা। তিনি বলেছেন, শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যজুড়ে অবরোধ চলবে। গোটা রাজ্যে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা।

সুকান্ত মজুমদার বলেছেন, প্রত্যেকটি ঘটনা প্রমাণ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা সামলাতে সম্পূর্ণ রূপে ব্যর্থ। আমাদের নির্যাতিতা অভয়ার বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে বিজেপি। আগামীকাল সকালে ১১টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু হবে আরজিকরের কাছে। সেই অবস্থানে নিজে থাকবেন সুকান্ত মজুমদার। গোটা বাংলায় অবরোধ করবে বিজেপি। এই প্রতীকি অবরোধে মানুষকে আহ্বান জানাচ্ছি, আন্দোলনে এগিয়ে আসুন। কর্ম বিরতি পালন করুন দু’ঘণ্টা। বিকেলে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *