নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ ফেব্রুয়ারি:
আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের অনুমতি চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন আব্দুল মান্নান। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা এই বিষয়ে তাঁকে চিঠি দিয়েছেন। তবে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার চিঠিতে এখনও সায় দেননি সোনিয়া গান্ধী।
আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট হলে দল লাভবান হবে। এবারের বিধানসভা ভোটে আব্বাস সিদ্দিকী হতে পারেন গেম চেঞ্জার। বামেদের সঙ্গে জোট নিয়ে আব্বাস সিদ্দিকীর আলোচনা চলছে। এবার তার সাথে আলোচনায় রাজি কংগ্রেস। তারাও চাইছে আব্বাসকে নিয়ে মহাজোট করতে। তবে তার আগে এবিষয়ে হাইকমান্ডের থেকে সবুজ সংকেত চাইছেন কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। সোনিয়া গান্ধী অনুমতি দিলেই আব্বাস সিদ্দিকীর সঙ্গে এবার কথা বলা শুরু করবে কংগ্রেস।