আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ নভেম্বর: ডেঙ্গি পরিস্থিতিতে জলপাইগুড়ি পুরসভা সাফাই অভিযানে ব্যর্থ এই অভিযোগ তুলে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামল জলপাইগুড়ি আম আদমী পার্টি। পার্টির প্রতীক চিহ্ন ঝাড়ু হাতে সচেতনতার বার্তা তুলে ধরতে এই উদ্যোগ বলে দাবি। সাফাই অভিযানের পাশাপাশি নোংরা জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো যেমন হচ্ছে তেমনি পার্টির তরফে সচেতনতা মূলক লিফলেট বিলি করা হচ্ছে।
রবিবার শহরের পিসি শর্মা মোড় থেকে এই কর্মসূচি শুরু করেন পার্টির জেলা ইন চার্জ সহ কর্মীরা। আজ থেকে টানা এক সপ্তাহ এই প্রচার চলবে বলে দাবি নেতাদের। আম আদমী পার্টির জেলা ইন চার্জ নবেন্দু সরকার বলেন, “পুরসভা সাফাই অভিযানে ব্যর্থ। এর জেরে মশা বাহিত রোগ হচ্ছে। শহরবাসীকে সচেতন করতে আজকের কর্মসূচি। ঝাড়ু যেমন দুর্নীতি সাফ করা হয় তেমনি সাফাই অভিযান করা হচ্ছে।”