পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: খড়্গপুরে তৃণমূল কার্যালয়ের সামনে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মথুরাকাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বি সন্তোষ নামে ৩৬ বছর বয়সী এক যুবক দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকা তিনজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বি সন্তোষ নামে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তার পিঠে গুলি লেগেছে, বর্তমানে তার চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে কারা কি কারণে ওই যুবককে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মথুরাকাটি এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ওই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। তবে পুলিশ খড়্গপুরে অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কারা কী কারণে ওই যুবককে গুলি চালিয়েছে তা পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।