আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ জানুয়ারি : গভীর রাতে খুন ভাটপাড়ায়। গুলি করে যুবক খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত কলাবাগান এলাকায়। নিহত যুবকের নাম অনুপ চৌধুরী (২৪)। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পেটে গুলি করে স্থানীয় দুষ্কৃতীরা। ওই যুবক বিদেশে কর্মরত ছিল।
নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অনুপ’কে স্থানীয় দুষ্কৃতীরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর তার পেটে গুলি করে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ভাটপাড়া থানার পুলিশ উদ্ধার করে প্রথমে জগদ্দলের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সেখান থেকে গভীর রাতে ওই যুবককে কলকাতার হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ভাটপাড়া থানার পুলিশ সূত্রের খবর, ওই যুবককে ব্যাক্তিগত শত্রুতার কারণে গুলি করে খুন করা হয়ে থাকতে পারে। শুক্রবার যুবকের মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভাটপাড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।