আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ জানুয়ারি: ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বসিরহাট মহকুমা বাদুড়িয়া থানা খাসপুর এলাকার ঘটনা।
জানাগেছে, নিহতের নাম সুমন মন্ডল(২১)। খাসপুর গ্রামেই তাঁর বাড়ি গ্রামে। মঙ্গলবার সকালবেলা প্রচণ্ড কুয়াশার মধ্যেই প্রতিদিনের মত রাস্তায় দৌড়াচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয। ধাক্কা মেরে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাদুড়িয়া থানার পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় পাথর বোঝাই ট্রাকটি তাকে ধাক্কা মারে।
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে খাসপুর গ্রামের। মৃতের পরিবার সূত্রে জানাগেছে সেনাবাহিনীতে চাকরির পরীক্ষার জন্য মাঠে যাচ্ছিল দৌড়ানোর জন্য।