আমাদের ভারত, মালদা, ১০ ডিসেম্বর: নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে গোপনে মোবাইলে আপত্তি কর ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধড়া পড়ল এক যুবক। গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃ বিভাগে ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন সেই সময় এক যুবক গোপনে তা মোবাইলবন্দি করছিল। ব্যাপারটা বুঝতে পরে সঙ্গে সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে। এরপর আকাশ সরকার নামে ওই যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনায় মালদা মেডিকেলের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিশ। মালদা মেডিকেল কলেজে এমন ঘটনা প্রথমবার ঘটার পরেই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়া উদ্যোগ নিয়েছে। মেডিকেলের নার্সদের প্রতিটি চেঞ্জ রুমে পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে মালদা মেডিকেলের এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন, এই ধরনের ঘটনা বিকৃত মস্তিষ্কের মানুষ করে থাকে। আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।