আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জুলাই: দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো ব্যারাকপুরের এক যুবকের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ব্যারাকপুর পৌর এলাকার অন্তর্গত শঙ্খ বণিক কলোনি এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী, ২৫ তারিখ রাতে এলাকার অন্যান্য যুবকদের সঙ্গে দিঘা বেড়াতে যান শঙ্খ বণিক কলোনির যুবক পেশায় শঙ্খ শ্রমিক ২৮ বছরের দীপঙ্কর নন্দী। কিন্তু গত কাল দুপুরে সমুদ্রে স্নান করতে যায় দীপঙ্কর। সেখানে সে একবার স্নান করে আসার পর ফের স্নান করতে গেলে সমুদ্রের জলে তলিয়ে যায়। সেই সময় সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে ডুবতে দেখে সমুদ্রে ঝাঁপ দিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
রবিবার বাসে করে দীপঙ্কর ও অন্যান্যদের দিঘা থেকে ফিরে আসার কথা থাকলেও দুপুরে ঘটে যায় অঘটন। এদিন রাতে এই দুর্ঘটনার খবর আসলে কান্নায় ভেঙে পড়ে পরিবার। সোমবার এই খবর জানাজানি হতেই দীপঙ্করের বাড়িতে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর প্রদীপ সেন। সোমবার ভোর রাতে দীপঙ্করের মৃতদেহ আনতে তার পাড়ার লোক রওনা দিয়েছে।