সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ মার্চ: বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ গঙ্গাজলঘাঁটি থানার দুর্লভপুর মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কৃষ্ণ নন্দী (২৪)। বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে বাইক চালিয়ে ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের আবাসনে ফিরছিলেন কৃষ্ণ। দুর্লভপুর- বড়জোড়া শিল্প করিডোরে কোনো লরি বা ডাম্পারের সঙ্গে ধাক্কা হয়। বাইক থেকে ছিটকে গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায়। এর ফলে তার মৃতদেহটি দলা পাকিয়ে যায়। কোনোও ভাবে প্লাস্টিক মুড়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশকে।
মৃতের জ্যাঠা শ্যামল নন্দী বলেন, আমার ভাই কামাক্ষ্যা নন্দী ডিভিসির কর্মী। সেই কারণে গঙ্গাজলঘাঁটির বাড়িতে না থেকে ডিভিসির আবাসনে থাকেন। কৃষ্ণ সদ্য বিটেক পাশ করে চাকরির চেষ্টা করছিল। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কামাক্ষ্যা নন্দী।