পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: ভরা বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপত্তি। দশগ্রাম-পোক্তাপোল রাজ্য সড়কে নারায়ণগড় থানার অন্তর্গত বেকারচক বাজারে মঙ্গলবার সকালে রাজ্য সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয় রুদ্র ঘোষ (২২) নামে এক যুবকের। বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বেনাপুর এলাকায়।
সূত্রের খবর, প্রতি মঙ্গলবার নারায়ণগড় বেকারচক এলাকায় গ্রামীণ হাট বসে। এদিন সকালে ওই যুবক হাটে এসেছিলেন। রাস্তার উপরে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় দশগ্রামের দিক থেকে একটি লরি পোক্তাপোলের দিকে যাচ্ছিল। লরি সামনে আসতে আচমকা ওই যুবক রাস্তার উপর পড়ে যায়। তখনই তার উপর দিয়ে লরির পিছনের চাকা চলে যায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।