কাশিপুরে গ্রেফতার মহিলা চোর, উদ্ধার প্রচুর সোনা ও রুপোর গয়না

আমাদের ভারত, ভাঙড়, ২৪ নভেম্বর: দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানা এলাকা থেকে এক মহিলা চোরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনা ও রুপোর গয়না। ধৃতের নাম আসমা বিবি(২১)। পরিচারিকা হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করার সময় সেখান থেকে সোনা ও রুপোর গয়না চুরির অভিযোগ রয়েছে এই মহিলার বিরুদ্ধে। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

মঙ্গলবার সকালে কাশিপুর থানার পুলিশ খবর পায় এক মহিলা বেশ কিছু সোনা পাচার করছে। সেই খবর পেয়ে কাশিপুর থানার শ্যামনগর এলাকা থেকে ঐ মহিলাকে আটক করে পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে পুলিশি জেরায় সে স্বীকার করে কাজের বাড়ি থেকে বিভিন্ন সময়ে সে এই সোনা ও রুপোর গহনা চুরি করেছে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩২.৫ গ্রাম সোনার গহনা ও ১৮৬ গ্রাম রুপোর গহনা। এ বিষয়ে কাশিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঐ মহিলার সাথে আরও কোনও চুরি চক্রের যোগাযোগ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *