সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুলাই: পুকুরে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া শহরের কুচকুচিয়ায়। আজ সকালে স্থানীয় বোষ্টম পুকুরে এক মধ্যবয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুকুরের জলে শরীরের কিছুটা অংশ, বাকিটা পুকুরের পাড়ে পড়ে ছিল। মৃতদেহের পাশেই একটি বালতি ও একজোড়া জুতো পড়ে থাকতে দেখেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলা কুচকুচিয়া এলাকার বাসিন্দা। আধপাগলা ধরনের ওই মহিলাকে ফেণী বলেই সকলে ডাকতো। মৃত্যুর কারণ জানা না গেলেও অনুমান করা হচ্ছে স্নান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।