পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মে: বুধবার মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে শুরু হলো দু’দিনের রাজ্যস্তরের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা, সন্ধ্যারানী টুডু, শ্রীকান্ত মাহাত, বিধায়ক পরেশ মুর্মু, উত্তরা সিং হাজরা, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদেরি প্রমুখ।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, আমাদের সমাজ থেকে একাঙ্ক নাটক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা বড্ড বেশি মোবাইল নির্ভর হয়ে যাচ্ছি। নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এরফলে মনের মধ্যে স্বার্থপরতার জন্ম নিচ্ছে। একাকীত্ব তৈরি হচ্ছে। এসব দূর করতে মুখ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।