জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: কিংবদন্তি ফিল্ম নির্মাতা সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে এবং স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম নির্মাতাদের উৎসাহ দিতে আজ থেকে মেদিনীপুর শহরে শুরু হয়েছে ‘মেদিনীপুর ফিল্ম ফেস্টিভ্যাল’। ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পর রাজ্যে এই রকমের উদ্যোগ এই প্রথম বলেই আয়োজকদের দাবি।
মেদিনীপুর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১ এর কোষাধ্যক্ষ রাহুল চন্দ্র জানান, এই ফিল্ম উৎসবে সুদূর মরক্কো ছাড়াও বাংলাদেশ, ওড়িশা ও মহারাষ্ট্র থেকেও আগ্রহী ফিল্ম নির্মাতারা অংশ নিয়েছেন। দু’দিনের এই ‘ফিল্ম উৎসবে’ মোট ৩৬ টি স্বল্পদৈর্ঘ্য এবং ন’টি অনুদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। থাকছে সেরা ছবিকে পুরস্কৃত করার ব্যবস্থা। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সহ বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক।