পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল : ঘাটালের বরদা চৌকনে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতরভাবে আহত এক ট্রাক চালক।
জানাযায়, একটি ট্রাক চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টোদিক থেকে আসছিল আর একটি লরি। ঘাটালের বরদা চৌকন এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে স্থানীয়রা এসে আহত ট্রাক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ঘাটাল মহকুমা হাসপাতালে।
ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ক্রেন দিয়ে লরি দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।