কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ এপ্রিল: দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ঘাটালের হরিশপুরে অনিতা দাস। প্রায় সময় রক্ত নিতে হয় তাঁকে। কিন্তু লকডাউন চলায় দেশজুড়ে রক্তের হাহাকার এবং ঘাটাল ব্লাড ব্যাঙ্কেও রক্তের যোগান নেই বললেই চলে। এই অবস্থায় তাঁকে রক্ত দিয়ে সাহায্য করলেন এক শিক্ষক।
দিন কয়েক আগে ঘাটাল হাসপাতালে রক্তের অভাবে তাঁকে ফিরে যেতে হয়। তারপর এই মুমূর্ষু রোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসেন শান্তি দত্ত কর্মকার, শপথ চক্রবর্তী নামে দুই ব্যক্তি। তাঁর বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় আবেন করেন। সেইমতো ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি শিক্ষক রনি অানসারি এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন। শুক্রবার ঘাটাল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করলেন। তাঁর আগে অনিতা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তদিয়ে রনি অানসারি বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকারে এগিয়ে এসেছি এটাই আমাদের দেশের এবং রাজ্যের সম্প্রীতি হওয়া দরকার। সবার উপরে অামরা মানুষ।