স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদিয়া, ১২ অক্টোবর: সাত বছর ধরে নিজে হাতেই প্রতিমা তৈরি করছেন এবং পুজো করছেন ফুলিয়ার এক ছাত্র। পাশাপাশি তাঁর শিল্পকলার ঝুলিতে রয়েছে জেলা তথা রাজ্য, পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড। নাম তন্ময় চৌধুরী। বাড়ি ফুলিয়ার পরেশনাথপুর এলাকায়। বর্তমানে সে কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্কাইপ নিয়ে পড়াশোনা করছে।
ছোটবেলা থেকেই তন্ময়ের ঝোঁক ছিল, শিল্পকলায়। বাবা পেশায় সুতো রংয়ের কাজ করেন, এক কথায় বলা যেতে পারে তাঁতের কাজের সঙ্গে যুক্ত। মা ঘর সামলানোর পাশাপাশি সেলাইয়ের কাজ করেন। দারিদ্র্য ও অসচ্ছলতাকে দূরে সরিয়ে শিক্ষকদের সহযোগিতায় তন্ময় তার শিল্পকলায় প্রতিভা ফুটিয়ে তুললেন ন্যাশনাল অ্যাওয়ার্ড- এর মধ্য দিয়ে। তন্ময়ের এই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে আনুমানিক প্রায় ছয় মাস।
তবে বর্তমানে তন্ময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্কাইপ নিয়ে পড়াশোনা করছে, আর সেই কারণে তাঁকে কলকাতায় থাকতে হয়। সপ্তাহে দু’দিন করে বাড়িতে এসে এই প্রতিমা তৈরি করেছেন তন্ময়। তন্ময়ের এই প্রতিভায় প্রশংশিত আপামোর ফুলিয়াবাসী।