Sukanta, BJP, শুক্রবারও পুজোয় ব্যস্ততা বিজেপি-র রাজ্য নেতৃত্বের একাংশের

আমাদের ভারত, ১১ অক্টোবর: শুক্রবার মহাপুজোর অষ্টমী ও নবমীতে রাজ্য বিজেপি-র নেতৃস্থানীয় অনেকে পুজোয় পূর্ণমাত্রায় গণসংযোগের কাজ চালান। কলকাতা পুরসভার পুরপিতা সজল ঘোষ গত ক’দিনের মত এদিনও সকাল থেকে ব্যস্ত ছিলেন এলাকার পুজোয়।

কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ছিল দিনভর ব্যস্ততা। তাঁর সূচিতে আছে সকাল ১০টায় বালুরঘাটে ত্রিধারা ক্লাব, এর পর বালুরঘাটে অভিযাত্রী ক্লাব, বেলা ৪টেয় গঙ্গারামপুরের প্রগতি সঙ্ঘ, এর পর সেখানে চিত্তরঞ্জন ক্লাব, ৭টায় হিলির বিপ্লবী সঙ্ঘ, ৯টায় বালুরঘাটের নিউ টাউন ক্লাব।

রানাঘাটের সাংসদ এবং রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ সরকার তাঁর শান্তিপুরের বাসভবনে দেবী দুর্গার আরাধনায় ব্রতী ছিলেন। এ ছাড়াও যান একাধিক মণ্ডপে। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা দুপুর থেকে তুফানগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা দর্শন করেন।

রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়িকা অগ্নিমিত্রা পাল শুক্রবার বিকালে সোদপুরে অভয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অভয়ার মা- বাবার সঙ্গে ধর্ণা ও অবস্থান মঞ্চে সামিল হবেন। এর আগে বৃহস্পতিবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোদপুরে গিয়ে দেখা করেছেন অভয়ার পরিবারের সঙ্গে।

এ ছাড়াও বিভিন্ন ক্লাবে গিয়ে পুজোর উদ্যোক্তা ও দর্শনার্থীদের সঙ্গে দেখা করেন বিজেপি-র কিছু নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *