Barrackpore Municipality, উত্তর ব্যারাকপুর পৌরসভার নথি জাল করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ জুলাই: এবার জালিয়াতির শিকার হলো পৌরসভা। আর এই অবাক করা ঘটনা ঘটেছে উত্তর ব্যারাকপুর পৌরসভায়। খোদ পৌরসভা প্রতারিত হলো স্থানীয় এক বাসিন্দার কাছে। লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়ে সেই অর্থ উদ্ধার করতে পুলিশের দ্বারস্থ হলেন খোদ পৌর প্রধান।

সরকারি নথি জাল করে পৌরসভা’কে প্রতারিত করার অভিযোগ উঠলো উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের পলতার শ্রী পল্লির বাসিন্দা মাখন লাল বিশ্বাস নামে জনৈক্য এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, মাখন লাল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ নির্মাণের খবর জানতে পেরেই পৌরসভার তরফ থেকে একমাস আগে টাকা জরিমানা করা হয়। যদিও পরবর্তী সময়ে পৌরপ্রধান সেই জরিমানার টাকা কম করেন। এরপরেই ঘটে বিপত্তি। কিছুদিন পর ভবন নির্মাণের ক্ষেত্রে মিউটেশনের নথি জমা দেন মাখন লালবাবু। দেখা যায় সেই নথির সাথে মিউটেশন বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জমা করার একটি রিসিট রয়েছে মাখন লালবাবুর কাছে। যার অর্থ মাখন লালবাবু এই টাকা পৌরসভাকে মিউটেশন বাবদ দিয়েছেন। আর এতেই নড়েচড়ে বসে পৌরসভার পৌর প্রধান। তিনি তাঁর আধিকারিকদের নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখতে। পৌর আধিকারিকরা দেখেন পৌরসভার সম্পূর্ণ নথি জাল করেছেন ওই ব্যাক্তি। আদৌ কোনো অর্থ ওই ব্যক্তি পৌর সভাকে দেয়নি।

দুর্নীতির গন্ধ পেয়েই তড়িঘড়ি গোটা বিষয়টি পুলিশকে জানান পৌর প্রধান মলয় ঘোষ। এমনকি তিনি নোয়াপাড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। জালিয়াতির অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *